শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ আমাদের নির্মিতি অংশের একটি পাঠ। বাংলা ভাষায় কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া-জাতীয় পদ রয়েছে, যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এ জাতীয় শব্দগুলোয় বাক্যের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এক একটা শব্দের অর্থ নির্ণিত হয়ে থাকে। অর্থাৎ এদের আভিধানিক অর্থের সঙ্গে ব্যবহারিক অর্থের যথেষ্ট পার্থক্য আছে। এ ধরনের শব্দের সংখ্যা বাংলায় প্রচুর।

শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

ভাষার শ্রীবৃদ্ধিতে এসব রকমারি শব্দ ব্যবহারের প্রয়োজন অনস্বীকার্য। এ বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে ‘শব্দার্থ বা শব্দের অর্থ অধ্যায়ে।] আভিধানিক অর্থের বাইরে পদের এ ধরনের বিশিষ্টার্থে প্রয়োগ অর্থের ব্যঞ্জনা আনয়ন করে মূলের সঙ্গে ব্যবধান সৃষ্টি করে। বহুভাবে এ ধরনের পার্থক্য দৃষ্ট হয়ে থাকে। ড. মুহম্মদ শহীদুল্লাহ ‘হাত’ শব্দটিকে বিশেষ বিশেষ অর্থে যে বিচিত্র প্রয়োগ দেখিয়েছেন তা নিচে উল্লেখ করা হল হাত অঙ্গ দক্ষতা ভাত

 

শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

Capture 153 শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

Capture 154 শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো “বিশ্লেষণ” (বি + আ + ক্রি + অন) বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ। ভাষার সংজ্ঞা প্রসঙ্গে নানান সাহিত্যিক নানান মতামত লক্ষ্য করা যায় তবে যে সমস্ত মতামতগুলি গ্রহণযোগ্য তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আকৃতি ও প্রয়োগের নীতি বুঝিয়ে দেওয়া হয়, সেই শাস্ত্র কে বলে সেই ভাষার ব্যাকরণ।

 

শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

আরও দেখুন:

Leave a Comment