ভাষার বৈশিষ্ট্য | বাংলা ভাষা | ভাষা ও শিক্ষা

আজ আমরা ভাষার বৈশিষ্ট্য নিয়ে আলাপ করবো। বাংলা গুরুকুলের বাংলা ভাষা ও শিক্ষা নিয়ে নিয়মিত আলাপ চললে। আমাদের কন্টেন্ট গুলো দেখতে আমাদের ফেসবুক পাতা, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ফলো করুন।

[২.২] ভাষার বৈশিষ্ট্য | বাংলা ভাষা | অধ্যায় ২ | ভাষা ও শিক্ষা

ভাষার বৈশিষ্ট্য

 

ভাষার সংজ্ঞার্থের পরিপ্রেক্ষিতে ভাষার যে মূল বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়, তা হচ্ছে :

ক. ভাষা কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত।
খ. ভাষার অর্থদ্যোতকতা বিদ্যমান।
গ. ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ও ব্যবহৃত।

 

[২.২] ভাষার বৈশিষ্ট্য | বাংলা ভাষা | অধ্যায় ২ | ভাষা ও শিক্ষা

 

অতএব ভাষার বৈশিষ্ট্য হবে নিম্নরূপ :

১. ভাষা হবে মনোভাব প্রকাশক, অর্থাৎ পরস্পর ভাব-বিনিময়ের একটি মাধ্যম।

২. যে-কোনো রকমের ধ্বনিই ভাষা নয়, যে ধ্বনি মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত, শুধু তা-ই ভাষার মূল উপাদান। জীবজন্তুর কন্ঠস্বর, মানুষের হাততালি বা একাধিক বস্তুর মধ্যে ঘর্ষণের ধ্বনি ভাষা নয়। অঙ্গভঙ্গি বা ইশারার সাহায্যেও মানুষ অনেক তার প্রকাশ করে থাকে, কিন্তু ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে এগুলোও ভাষা নয়। বস্তুত কোনো তাগিত প্রতীক নয়, একমাত্র ধ্বনিগত প্রতীকই ভাষা, আবার সে ধ্বনি মানুষেরই বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি হওয়া চাই।

৩. মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিমাত্রেই ভাষা নয়, সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টির অর্থ থাকতে হবে। অর্থাৎ সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিই ভাষা যা বিশেষ বিশেষ বস্তু বা ভাবের প্রতীক (symbol)। ধ্বনি যদি কোনো ভাবের বাহন না হয়, তবে তাকে ভাষা বলা যায় না। পাগলের অর্থহীন ধানি বা শিশুর অস্ফুট চিৎকার মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বটে, কিন্তু তাকে ভাষা বলা যায় না। কারণ তা কোনো ভাব বা বস্তুর প্রতিষ্ঠিত প্রতীক নয়।

৪. অর্থবোধক ধ্বনি দিয়ে তৈরি শব্দ বিধিবদ্ধভাবে বাক্যে ব্যবহৃত হবে। যেমন, বাংলায় “মানুষ” শব্দের ধ্বনিগুলোকে উল্টে যনুমা’ বললে চলে না, ধ্বনিগুলো সাজাবার একটি প্রথাবদ্ধ বিধি আছে, সেই বিধি অনুসারেই বলতে হয়। ‘মানুষ’। তেমনি বাক্যমধ্যে পদবিন্যাসেরও একটি system বা বিধি আছে। ‘কুকুর মানুষকে কামড়ায়’ এই বাক্যটির বিন্যাসবিধিটি উল্টে দিয়ে যদি লেখা যায়, “মানুষ কুকুরকে কামড়ায়। তাহলে বাক্যটির অর্থ ঠিক থাকে না। তাই ধ্বনি বা শব্দ বিন্যাসের বিধিবদ্ধতা ভাষার অন্যতম বৈশিষ্ট্য।

৫. এবং তা বিশেষ জনসমাজে ব্যবহৃত হতে হবে।

 

[২.২] ভাষার বৈশিষ্ট্য | বাংলা ভাষা | অধ্যায় ২ | ভাষা ও শিক্ষা

আরও দেখুন:

Leave a Comment