প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে ‘রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা , সূত্র : ক’। প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে কেবল উত্তরের প্রত্যাশায় নয়, বক্তা বা লেখক যে উত্তর দিতে চান তারই সম্ভাব্যতার দিকে লক্ষ রেখে বাক্যটিকে সাজাতে হয়। এই রূপান্তরে প্রশ্নাত্মক অব্যয় ও প্রশ্নচিহ্ন (‘?’) বর্জিত হয় এবং বাক্যকে হাঁ-বাচক হলে না-বাচক, না-বাচক হলে হাঁ-বাচকে পরিবর্তিত করতে হয়।

প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর

সূত্র : খ। কে, কি ইত্যাদি প্রশ্নসূচক শব্দ লোপ পায় ৷ ⇒ সূত্র : গ। নির্দেশাত্মক বাক্যের শেষে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ বসে। প্রশ্নাত্মক : মৃত্যু কি জীবনের শেষ নয়? নির্দেশাত্মক : মৃত্যুই জীবনের শেষ । নির্দেশাত্মক : সময় নষ্ট করা ঠিক নয়। প্রশ্নাত্মক : কেন সময় নষ্ট কর? প্রশ্নাত্মক : তোমাকে দিয়ে আর কি হবে? নির্দেশাত্মক : তোমাকে দিয়ে কিছুই হবে না।

Capture 87 প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর

নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক ‘বাক্যে রূপান্তর : নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে’ রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে সূত্র : ক। বাক্যের কর্তা সাধারণত মধ্যম পুরুষের হবে। তবে অনেক সময় না থাকতে পারে। সূত্র : খ। ক্রিয়াপদের ব্যবহার কর্তা অনুযায়ী হবে। সূত্র : গ। নির্দেশাত্মক বাক্যের মূল ধাতুটিকে অনুজ্ঞাবাচক ক্রিয়ারূপে পরিণত করতে হয়।

 

প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

যেমন : নির্দেশাত্মক : দেশের সেবা করা কর্তব্য। অনুজ্ঞাবাচক : দেশের সেবা করবে। [ব. ০৪; রা.-০৬] নির্দেশাত্মক : : ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি। অনুজ্ঞাবাচক : ভুলগুলো এখনই সংশোধন কর নির্দেশাত্মক : আর ভয় নেই ।

 

প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

অনুজ্ঞাবাচক : আর ভয় করো না। নির্দেশাত্মক : আমাদের পালিয়ে যেতে হবে। অনুজ্ঞাবাচক : চল আমরা পালাই । নির্দেশাত্মক : জননী ও জন্মভূমি স্বর্গ হতেও বড় অনুজ্ঞাবাচক : জননী ও জন্মভূমিকে স্বর্গ হতেও বড় মনে করবে।

Capture 88 প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

প্রশ্নাত্মক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর | নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর | বাক্যতত্ত্ব | ভাষা ও শিক্ষা

 

আরও দেখুন:

Leave a Comment