প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা , বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনের সংখ্যা অগণিত। নিচে বহুল প্রচলিত কিছু প্রবাদ-প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা দেখানো হল। নিচে যে-সব প্রবাদ-প্রবচনের শুধু অর্থব্যঞ্জনা দেওয়া হয়েছে, তা থেকে শিক্ষার্থীরা বাক্য রচনা করে প্রবাদ- প্রবচনের প্রয়োগ-কৌশল আয়ত্ত করতে পারবে।

প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

প্রবাদ-প্রবচনের প্রয়োগ : নিচে বাংলা ভাষায় ব্যবহৃত প্রবাদের অর্থ ও প্রয়োগের কিছু দৃষ্টান্ত দেওয়া হল :

প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

অতি দর্পে হত লঙ্কা ( অহঙ্কার পতনের মূল) : বেশি বাড়াবাড়ি করলে নিজেই ধরা পড়বে, জান না অতি দর্পে হত লঙ্কা। অতি লোভে তাঁতি নষ্ট (বেশি লোভে ক্ষতি) : অমন চাকরিটা ছেড়ে ব্যবসায় যাওয়া ঠিক হবে না – কেননা অতি লোভে তাঁতি নষ্ট।

 

প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

অতি চালাকের গলায় দড়ি (অধিক চালাকিতে বিপদের সম্ভাবনা) : ওই ধুরন্ধর লোকের সঙ্গে বুদ্ধির দৌড় দেখাতে যেয়ো না : জান তো অতি চালাকের গলায় দড়ি। [কু. বো. ০০; য. 01 অতি ভক্তি চোরের লক্ষণ (অধিক আদিখ্যেতা সন্দেহ ও বিপদের কারণ) : ওর মিষ্টি কথায় ভুলে, ফাঁদে পা দিতে যেয়ো না— তোমার বোঝা উচিত অতি ভক্তি চোরের লক্ষণ।

 

প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

অধিক/অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট (অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড) সামান্য অনুষ্ঠানের জন্যে বেশি লোক লাগানো ঠিক হবে না–শেষে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে।  অল্পবিদ্যা ভয়ঙ্করী (স্বল্প জ্ঞান নিয়ে বাড়াবাড়ি মূর্খতার পরিচয়) : জান না, শোন না অথচ জ্ঞানের বড়াই দেখাতে এসেছ— অল্প বিদ্যা ভয়ঙ্করী একেই বলে।

Capture 182 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষাCapture 183 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষাCapture 184 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষাCapture 185 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষাCapture 186 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষাCapture 187 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

প্রবাদ-প্রবচনের অর্থব্যঞ্জনা

Capture 188 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষাCapture 189 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষাCapture 190 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষাCapture 191 প্রবাদ প্রবচনের প্রয়োগ ও অর্থব্যঞ্জনা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

আরও দেখুন:

 

Leave a Comment