আমার খোদারে দেখিয়াছি আমি – জসীম উদ্‌দীন

আমার খোদারে দেখিয়াছি আমি কবিতাটি গীতিকবি জসীম উদ্‌দীন এর রচিত একটি কবিতা। জসীম উদ্‌দীন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের।

আমার খোদারে দেখিয়াছি আমি - কবি জসীম উদ্‌দীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কবি জসীম উদ্‌দীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আমার খোদারে দেখিয়াছি আমি – জসীম উদ্‌দীন

আমার খোদারে দেখিয়াছি আমি
গরীবের কুঁড়ে ঘরে,
দীন দুঃখীর নয়নের জল
যেথায় অঝোরে ঝরে।
অথ্যাচারীর পীড়নের ঘায়,
কত ব্যথাতুর কাদে নিরালায়;
তাদের অশ্রু গড়ায়ে পড়িছে
খোদার মাটির পরে।

তাইত আমরা পড়িনে নামাজ
একা ঘরে নির্জনে,
লোকালয়ে মোরা মসজিদ গড়ি
সব ভাই একাসনে;

জায়নামাজের পাটি আমাদের,
আকাশের চেয়ে বিসতৃত ঢের,
তাই ত আকাশ লুটায়েছে ছের
দুনিয়া মসজিদ ঘরে।

ডালিম গাছের পাশে কবি জসীম উদ্‌দীন
ডালিম গাছের পাশে কবি জসীম উদ্‌দীন

 

আরও দেখুন:

BanglaGOLN.com Logo 252x68 px White আমার খোদারে দেখিয়াছি আমি - জসীম উদ্‌দীন

Leave a Comment